চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চিফ একাউন্টস্‌ এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হিসাব ভবন,

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

সিটিজেন চার্টার

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার্যালয়ের সচিব/মূখ্য হিসাবে প্রদানকারী কর্মকর্তার ফাইন্যান্সসিয়াল এ্যাডভাইজারের দায়িত্ব পালন।
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার্যালয়ের আওতাধীন অফিসে কর্মরতকর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতার বিল পাশ/ অনলাইনে বেতন নির্ধারণ ও ছুটির হিসাব সংরক্ষণ।
  • কর্মকর্তা/কর্মচারীদের জিপিএফ অগ্রিম/চূড়ান্ত পরিশোধ, বিভিন্ন ঋণ ও অগ্রিম, পেনশনও আনুতোষিক পরিশোধ।
  • গ্রান্টস-ইন-এইড, আন্তর্জাতিক প্রতষ্ঠানসমূহে চাঁদা ও প্রকল্পের ছাড়কৃত অর্থের অথরিটি বাংলাদেশ ব্যাংক/ জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে প্রেরণ।
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপ্যাল একাউটিং অফিসার (সচিব) এর স্বাক্ষরে নিরীক্ষা প্রত্যয়নের জন্য সিএজি মহোদয়ের নিকট উপস্থাপন।
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।
  • নিরীক্ষাধীন দপ্তরের হিসাবের সাথে সিএএফও অফিসের হিসাবের সঙ্গতিসাধন।
  • সিএএফও অফিসের কর্মকর্তা কর্মচীরদের অবসর প্রস্তুতিমূলক ছুটি ও অর্জিত ছুটি মঞ্জুর।
  • সিভিল অডিট অধিদপ্তর কতৃর্ক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।
  • সিএএফও কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা সেবার (First Aid) ব্যবস্থা গ্রহণ।
  • অনলাইনে এলপিসি গ্রহণ করা হয়।

অর্থ অপচয় রোধকল্পে সেবা প্রদান এ অফিস কর্তৃক প্রদত্ত সেবা এবং সেবা প্রদানের সম্ভাব্য সময়সীমা:-

ক্রঃ নংসেবাসেবা গ্রহণকারীসেবা প্রদানের সম্ভাব্য সমাধান
বেতন বিল ইএফটি করণ(২৫ তারিখের মধ্যে অনলাইনে দাখিল সাপেক্ষে) প্রি-অডিট আওতাধীন কর্মকর্তা/কর্মচারী পরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যে
মাসিক পেনশন ইএফটিকরণসম্মানিত পেনশনার পরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যে
জিপিএফ অগ্রিম/চূড়ান্ত পরিশোধ, গৃহনির্মাণসহ
অন্যান্য অগ্রিম ও ভ্রমণ ভাতা বিল নিষ্পত্তি
কর্মকর্তা/কর্মচারীপ্রাপ্তির তারিখ হতে ০৩ কর্মদিবসের মধ্যে
অনুদান, ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জরীপত্রের বিপরীতে অথরিটি ইস্যু।কর্মকর্তা/কর্মচারী ডিডিও০৫ কর্মদিবসের মধ্যে
সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি।ডিডিও/ঠিকাদার সরবরাহকারী৭ কর্মদিবসের মধ্যে
বেতন নির্ধারণ, সার্ভিস বহি এবং পেনশন নিষ্পত্তি। প্রি-অডিট আওতাধীন কর্মকর্তা/কর্মচারী ১০ কর্মদিবসের মধ্যে
পেনশন লাইফ ভেরিফিকেশনসম্মানিত পেনশনারসম্মানিত পেনশনারের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে
এলপিসি ইস্যু ও অনলাইনে প্রেরণ কর্মকর্তা/কর্মচারী আবেদন প্রাপ্তির তারিখ হতে ০৫
কর্মদিবস
অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রি-অডিট আওতাধীন কর্মকর্তা/কর্মচারী আবেদন প্রাপ্তির তারিখ হতে ০৫
কর্মদিবস

সিটিজেন চার্টার 2023

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার 2য় ত্রৈমাসিক হালনাগাদ প্রতিবেদন

অফিস প্রধান

জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক
চিফ একাউন্টস এন্ড ফিন্যন্স অফিসার
বিস্তারিত

হিসাব মহানিয়ন্ত্রক

জনাব এসএম রেজভী

জনাব এস এম রেজভী
হিসাব মহানিয়ন্ত্রক
বিস্তারিত